Bangladesh Shironamhin Lyrics | বাংলাদেশ শিরোনামহীন লিরিক্স
গান : একা
গায়ক : তানজির তুহিন
কথা : শাফিন/জিয়া
সুর : শাফিন/জিয়া
ব্যান্ড : শিরোনামহীন
এলবাম : বন্ধ জানালা
লেবেল : জি-সিরিজ
যখন কিশোরীর হাতে সূতোয় বোনা সবুজ গ্রাম
যখন রং তুলিতে আঁকা বাংলার মুখ অবিরাম
যখন গান এখানেই শুধু শরতের রঙ্গে হয় শেষ
সেই শুভ্র কাঁশফুল ঘিরে দেখে যাই সবুজের দেশ
মেঘে মেঘে, কিছু ভেজা পাখির দল
মেঘ হারিয়ে, নীল ছাড়িয়ে
খুঁজে ফেরে বাংলাদেশ
যেখানে লাল সূর্যের রঙ্গে রাজপথে মিছিল
যেখানে কুয়াশার চাঁদর আকাশ থাকে নীল
যেখানে রিমঝিম বৃষ্টি শুকনো মাটির টানে
অবিরাম ঝড়ে সবুজ সাজায়
মেঘে মেঘে, কিছু ভেজা পাখির দল
মেঘ হারিয়ে, নীল ছাড়িয়ে
খুঁজে ফেরে বাংলাদেশ
যখন এক চোখে ঘুম ঘুম
এক চোখে নীল রাত
আমায় ভাবিয়ে যায়
যখন এক হাতে রোদ্দুর
এক হাতে গোলাপ
সবুজ ছুঁয়ে ভাবায় আমায়
এক দিকে নীল নীল
এক দিকে কাঁশফুল
দুচোখ যেখানে শেষ
এক প্রান্তে সবুজ
এক প্রান্তে লাল
আমার বাংলাদেশ
যখন এক চোখে ঘুম ঘুম
এক চোখে নীল রাত
আমায় ভাবিয়ে যায়
যখন এক হাতে রোদ্দুর
এক হাতে গোলাপ
সবুজ ছুঁয়ে ভাবায় আমায়
এক দিকে নীল নীল
এক দিকে কাঁশফুল
দুচোখ যেখানে শেষ
এক প্রান্তে সবুজ
এক প্রান্তে লাল
আমার বাংলাদেশ
No comments