Bullet Kingba Kobita Shironamhin Lyrics | বুলেট কিংবা কবিতা শিরোনামহীন লিরিক্স
গান : বুলেট কিংবা কবিতা
গায়ক : তানজির তুহিন
কথা ও সুর : জিয়াউর রহমান
ব্যান্ড : শিরোনামহীন
এলবাম : বন্ধ জানালা
লেবেল : জি-সিরিজ
নিয়ন আলোর রাজপথে,
টি.এস.সির মোড়ে চায়ের দোকানে
বুলেট কিংবা কবিতায়,
যদি ফেরার পথে ভুল হয়ে যায়
মাঝে মাঝে সবুজ পতাকা,
দু’হাতের মাঝে বন্দী
অজস্র কবিতায় আর গানে,
জ্বলে জ্বলে নিঃশেষ
কবি আর কবিতা রাজপথ ছুয়ে যায়
কতশত কবি এমনই এক টি.এস.সির মোড়ে
প্রতিরাতের উদাস চাঁদ দেয়াল লেখা থেকে দুঃখ কেনে
যদি ফেরার পথে ভুল হয়ে যায়
অসময়ে, অন্ধকারে, দেয়াল জুড়ে বর্নমালার মিছিল,
ক্লান্ত করুন চোখে
স্লোগান স্লোগান আর মিছিলের নগরে,
টি.এস.সির নিঃশ্বাস
বুলেট কিংবা কবিতার খাতায়,
কবি আর কবিতার খুন হওয়া আশ্বাস
দেয়াল লেখা থেকে বর্নমালা
যদি আলোর মিছিল হয়ে যায়
টি.এস.সির মোড় রাতের রাজপথ
বুলেট কিংবা কবিতায়
যদি ফেরার পথে ভুল হয়ে যায়
মৃত কবিদের কবিতার আসরে, ছবি হয়ে থাকেনা
রাতের রাজপথ
পল্টন ময়দান, টি.এস.সির মোড়,
জনসমাবেশ আর বিশাল আবরোধ
এই অবসরে দেয়াল লেখা যদি মানচিত্র হয়ে যায়
অজস্র কবিতার জনসমাবেশ থেকে
বুলেট কিংবা কবিতায়
যদি ফেরার পথে ভুল হয়ে যায়
নিয়ন আলোর রাজপথে,
টি.এস.সির মোড়ে চায়ের দোকানে
বুলেট কিংবা কবিতায়,
যদি ফেরার পথে ভুল হয়ে যায়
মাঝে মাঝে সবুজ পতাকা,
দু’হাতের মাঝে বন্দী
অজস্র কবিতায় আর গানে,
জ্বলে জ্বলে নিঃশেষ
কবি আর কবিতা রাজপথ ছুয়ে যায়
No comments