Header Ads

Gontobbohin Artcell Lyrics | গন্তব্যহীন আর্টসেল লিরিক্স


গান : গন্তব্যহীন
গায়ক : লিংকন
কথা : রুম্মান আহমেদ
ব্যান্ড : আর্টসেল
এলবাম : অনিকেত প্রান্তর
লেবেল : জি-সিরিজ

আবার দেখা দেয় আলো
অন্ধকারের থাকে নিজস্ব শরীর
আলোর স্বপ্নগুলো
লেখা আছে হাজার বছরের গায়
আলোর পৃথিবী কোথায়

ভাবনার রুদ্ধ ঘরে একা বসে ভাবি
অন্ধকার দূরের দিকে খুঁজি তোমাকে
ভাবনার রুদ্ধ ঘরে একা বসে ভাবি
অন্ধকার দূরের দিকে খুঁজি তোমাকে

আকাশের শেষে কি থাকে
কোথায় পড়ে আছে আমার স্বদেশ
অন্ধ চোখে আলো কি শরীর পায়
এখানে আমি বিকলাঙ্গ পাথর

তোমার সাজানো দৃশ্যে হাঁটছি গন্তব্যহীন
সমাহিত সময়ের রাত্রির নক্ষত্রকে খুঁজি
অসীম শূন্যতায় এখানে পড়ে থাকে
পাথরের মত স্থবির মানুষ শেখানো বর্ণনায়

দৃশ্যকে ভাবি পৃথিবী স্বপ্নকে ভাবি তুমি
মৃত্যুকে মনে হয় গভীর ঘুম
আঁধারকে ঈশ্বর ভাবি
দৃশ্যকে ভাবি পৃথিবী স্বপ্নকে ভাবি তুমি
মৃত্যুকে মনে হয় গভীর ঘুম
আঁধারকে ঈশ্বর ভাবি
সকল আলোর প্রথম উৎস কি
অনিশ্চিত আঁধারে

আকাশের শেষে কি থাকে
কোথায় পড়ে আছে আমার স্বদেশ
অন্ধ চোখে আলো কি শরীর পায়
এখানে আমি বিকলাঙ্গ পাথর

তোমাকে এঁকেছি প্রতিটি দৃশ্যের রেখাবৃত্তে
তোমার স্বপ্নকে আমি দিয়েছি প্রাণ
আমার স্বপ্নে তোমার করাঘাত

নিজেকে হয়না চেনা আজও
শুধু নেমেছি অতলে
এখানে একা বসে কতকাল
ভীত রাত্রিকে ডেকে দেয়
বীভৎস আমার মুখ
অশরীর আমি
নিজেকে আজও ভয়

No comments

Theme images by compassandcamera. Powered by Blogger.