Header Ads

Shunte Ki Chao Anjan Dutt Lyrics | শুনতে কি চাও অঞ্জন দত্ত লিরিক্স


গান : শুনতে কি চাও
গায়ক : অঞ্জন দত্ত
কথা : অঞ্জন দত্ত
সুর : অঞ্জন দত্ত
এলবাম : শুনতে কি চাও?
লেবেল : সারেগামা

শুনতে কি চাও তুমি
সেই অদ্ভুত বেসুরো সুর
ফিরে পেতে চাও কি
সেই আনচান করা দুপুর
দেখতে কি চাও তুমি
সেই খেলনাওয়ালাটা কে
তার খেলনা দোতারা
সে বাজাচ্ছে কবে থেকে

স্কুলের টিফিনের পয়সা বাঁচিয়ে কেনা
সেই অদ্ভুত ফাটা বাঁশ আর
মাটির সুর টানা টানা
দু দিনের সম্পদ
দু টাকার বাজনার বিষ্ময়
তারপর কখন হঠাৎ
সুখের মানে পাল্টে যায়

তারপর টিফিনের পয়সা দিয়ে সিগারেট
কলেজ কেটে সিনেমা
বান্ধবীর সাথে কাটলেট
আসে দশটা পাঁচটা সেই
একরুটের বাসটা তারপর
সবার মতই পড়তে হয় যে কাগজের টোপর

এখন মাসের শেষে
মাঝে মধ্যে কান্না পায়
মিনিবাসে দাড়িয়ে
অফিস যাবার সময়
এখন বুঝেছি সেই
অদ্ভুত সুরের কি মানে
ফিরে তো যাওয়া যায় না
যে আর সেখানে

যেতে হবে যে তোমাকে আমাকে চলে
লুকোনো টেক্কা
সংসারের এক্কা দোক্কা ফেলে
প্রথমে যাবে ঘরদোর
দোকানপাট তারপর হৃদয়
কিছুই হলো না
বাজানো গেল না সময়

ইদানিং সে সুরটা শুনতে
যে খুব ইচ্ছে হয়
কিন্তু সেই খেলনাওয়ালা
আর আসেনা পাড়ায়
হয়তো কোন অন্য অলি গলি ঘুরে
অন্য কোন কাউকে
টানছে সেই অদ্ভুত সুরে
অন্য কোন কাউকে
টানছে সেই অদ্ভুত সুরে

শুনতে কি চাও তুমি
সেই অদ্ভুত বেসুরো সুর
ফিরে পেতে চাও কি
সেই আনচান করা দুপুর
দেখতে কি চাও তুমি
সেই খেলনাওয়ালাটা কে
তার খেলনা দোতারা
সে বাজাচ্ছে কবে থেকে
তার খেলনা দোতারা
সে বাজাচ্ছে কবে থেকে
তার খেলনা দোতারা
সে বাজাচ্ছে কবে থেকে

No comments

Theme images by compassandcamera. Powered by Blogger.