Header Ads

Chupchap Saradin Ashes Bangla Lyrics | চুপচাপ সারাদিন অ্যাশেজ বাংলা লিরিক্স

চুপচাপ সারাদিন গানটি অ্যাশেজ  এর ছারপোকা এ্যালবাম এর গান। নিজের কথা ও সুরে গানটি গেয়েছেন জুনায়েদ ইভান। এলবামের প্রতিটি গান শ্রোতাদের কাছে তুমুল জনপ্রিয়। নিচে চুপচাপ সারাদিন গানটির বাংলা লিরিক্স দেওয়া হলো।
ㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡ

Chupchap Saradin Ashes Bangla Lyrics | চুপচাপ সারাদিন অ্যাশেজ বাংলা লিরিক্স

গান : চুপচাপ সারাদিন
গায়ক : জুনায়েদ ইভান
কথা ও সুর : জুনায়েদ ইভান
ব্যান্ড : অ্যাশেজ
এলবাম : ছারপোকা
ㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡ
চুপচাপ সারাদিন
কত সন্ধ্যায়
সারা রাত আকাশে কার হতে
হঠাৎ করে
কেউ নেই পাশে

তোমারো কি এমন হয়
এমন করে
লোডশেডিং এর ছাদে আমার হতে
তোমারো কি এমন হয়
যখন তখন
অকারণ কান্না পায়

খুব বেশি কি রাগ ছিল কতই বা ফুরাবে বলো
ঠিক এভাবেই আমার কেটে গেছে সারা রাত
সারি সারি

চুপচাপ সারাদিন
কত সন্ধ্যায়
সারা রাত আকাশে কার হতে
হঠাৎ করে
কেউ নেই পাশে

তোমারো কি এমন হয়
এমন করে
লোডশেডিং এর ছাদে আমার হতে
তোমারো কি এমন হয়
যখন তখন
অকারণ কান্না পায়
ㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡㅡ
Chupchap Saradin Ashes Bangla Lyrics

Chupchap Sara Din
Koto Sondhay
Sara Raat Akashe Kar Hote
Hothath Kore
Keo Ney Pashe

Tomaro Ki Emon Hoy
Emon Kore
Load-Shedding Er Chade Amar Haate
Tomaro Ki Emon Hoy
Jokhon Tokhon
Okaron Kanna Pay

Khub Beshi Ki Rag Chilo Kotoi Ba Furabe Bolo
Thik Evabei Amar Kete Geche Sara Raat
Sari Sari

Chupchap Sara Din
Koto Sondhay
Sara Raat Akashe Kar Hote
Hothath Kore
Keo Nei Pashe

Tomaro Ki Emon Hoy
Emon Kore
Load-Shedding Er Chade Amar Hote
Tomaro Ki Emon Hoy
Jokhon Tokhon
Okaron Kanna Pay

No comments

Theme images by compassandcamera. Powered by Blogger.